সাঁঝের মায়া

>

সিলেট অঞ্চলের নদ-নদী, হাওর-বাঁওড়, খাল-বিলে এখন ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি’। হাওর ডুবেছে নয়া পানিতে। নদের গলা পর্যন্ত টইটম্বুর পানি। ভাসা পানিতে ফুটে উঠেছে বর্ষায় বাংলার রূপ। গোধূলিলগ্নে ভাসা পানির সৌন্দর্য বাড়িয়েছে আষাঢ় মাসে আকাশে ভাসা মেঘ। একেই বলে কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা। ছবিগুলো সিলেট সদরের শিমুলকান্দি এলাকায় চেঙ্গেরখাল নদ ও বাওরকান্দি হাওর থেকে তোলা

রঙিন পানিতে নৌকার মাঝি
রঙিন পানিতে নৌকার মাঝি
ভাসা পানিতে নদের ঘাটে নৌকা
ভাসা পানিতে নদের ঘাটে নৌকা
নৌকায় নিয়ে বাড়ি ফেরা
নৌকায় নিয়ে বাড়ি ফেরা
নদের পানিতে নৌকায় মৎস্যজীবী
নদের পানিতে নৌকায় মৎস্যজীবী
প্রকৃতিজুড়ে সাঁঝের মায়া
প্রকৃতিজুড়ে সাঁঝের মায়া
নৌকায় করে নদ পার হচ্ছেন এক দম্পতি
নৌকায় করে নদ পার হচ্ছেন এক দম্পতি
চারদিকে পানি, মাঝখানে রাজহাঁসের ঝাঁক
চারদিকে পানি, মাঝখানে রাজহাঁসের ঝাঁক
বাওরকান্দি হাওরে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে এক পরিবার
বাওরকান্দি হাওরে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে এক পরিবার
পানি উপচে পড়েছে। বাড়ির পাশে কাজ করছেন এক নারী। তাঁকে ঘিরে আছে রাজহাঁসের দল
পানি উপচে পড়েছে। বাড়ির পাশে কাজ করছেন এক নারী। তাঁকে ঘিরে আছে রাজহাঁসের দল