কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম রাজীব হোসেন (৩৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী প্রথম আলোকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় রাজীব আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্র জানায়, ২০১৩ সালের ৪ জানুয়ারি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ছেঁউড়িয়া থেকে রাজীবকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৬২ গ্রাম হেরোইন জব্দ করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেছিলেন। কুমারখালী থানা-পুলিশ ২০১৩ সালের ৫ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দেয়।