শ্রীপুরে তুলার গুদামে আগুনে নিহত ১, নিখোঁজ ৪

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার তুলার গুদামে আজ মঙ্গলবার আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালান। ছবি: প্রথম আলো
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার তুলার গুদামে আজ মঙ্গলবার আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালান। ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় আজ মঙ্গলবার একটি কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন চারজন শ্রমিক।

আজ দুপুর দুইটার দিকে অটো স্পিনিং মিল নামের ওই কারখানার গুদামে আগুন লাগে। সন্ধ্যা সাতটার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিহত শ্রমিকের নাম রাসেল মিয়া (৪৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আলাল উদ্দিনের ছেলে। ৭ বছর ধরে এই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক খান বলেন, রাসেলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আগুনে তাঁর শ্বাসনালি পুড়ে যায়। এর ফলে তাঁর মৃত্যু হয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন এসি প্ল্যান্ট বিভাগের আনোয়ার হোসেন, সুজন মিয়া, রায়হান মিয়া ও মোহাম্মদ শাহজালাল। তাদের খোঁজে ঘটনাস্থলে এসেছেন স্বজনেরা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অটো স্পিনিং মিলের টিনশেড গুদামে তখনো আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় চারপাশ প্রায় অন্ধকার হয়ে আছে। ফটকের ভেতরে গিয়ে দেখা যায়, ভেতরে থাকা তুলার বান্ডিলে আগুন জ্বলছে। সড়কের দুই পাশে ও কারখানার সামনে হাজার হাজার উৎসুক মানুষের ভিড়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যদের পাশাপাশি কারখানার ফায়ার ফাইটার দলের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। মানুষের ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের সমস্যায় পড়তে হয়। পুলিশ কারখানার সামনের উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করে।

সাড়ে ৬টার দিকে পানির উৎস নিয়েও সমস্যায় পড়তে দেখা যায় ফায়ার সার্ভিসকে। শুরুতে কারখানার সামনের ড্রেনের পানি ব্যবহার করা হয়। পরে পানির সংকট দেখা দেয়। কারখানার আশপাশে পানির কোনো উৎস না থাকায় দূর থেকে পানি এনে কাজ করতে হয় তাদের।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুনে গুদামের প্রচুর তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ ঘটনায় একজন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ বলেন, আগুন নেভাতে মোট ১৪টি ইউনিট কাজ করছে।