নাও নেবে গো, নাও

>

‘বষায় নাও/ হেমন্তে পাও’—হাওর এলাকায় লোকমুখে প্রচলিত প্রবাদ। বর্ষায় নিচু এলাকায় যাতায়াতের মূল বাহন নৌকা। তাই এ সময় নৌকার ভাসমান বাজার বেশ জমে ওঠে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর বাজারে বসে তেমনি একটি নৌকার হাট। এখান থেকে নতুন নৌকার পাশাপাশি পুরোনো নৌকা বিকিকিনি চলে। আকার ও মানভেদে নৌকা বিকিকিনি হয় ৪ হাজার থেকে ১০ হাজার টাকায়।

বিক্রির জন্য রাখা বৈঠা
বিক্রির জন্য রাখা বৈঠা
নৌকার ওপর নৌকা তুলে বাজারে আনা হচ্ছে
নৌকার ওপর নৌকা তুলে বাজারে আনা হচ্ছে
ভাসমান হাটে সাজিয়ে রাখা নৌকা
ভাসমান হাটে সাজিয়ে রাখা নৌকা
নৌকা ভাসিয়ে রেখে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা
নৌকা ভাসিয়ে রেখে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা
রোদের মধ্যে ছাতা হাতে বসে আছেন বিক্রেতারা
রোদের মধ্যে ছাতা হাতে বসে আছেন বিক্রেতারা
নৌকা সারিবদ্ধ করে রাখছেন এক বিক্রেতা
নৌকা সারিবদ্ধ করে রাখছেন এক বিক্রেতা
সাজিয়ে রাখা হয়েছে নৌকা
সাজিয়ে রাখা হয়েছে নৌকা
বিক্রির জন্য একাই নিয়ে আসছেন চারটি নৌকা
বিক্রির জন্য একাই নিয়ে আসছেন চারটি নৌকা
বিক্রির অপেক্ষায় বিক্রেতা
বিক্রির অপেক্ষায় বিক্রেতা