বাম জোটের হরতালে গণফোরামের সমর্থন

গণফোরাম
গণফোরাম

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে গণফোরাম। আজ বৃহস্পতিবার সকালে গণফোরামের সভাপতি পরিষদের সভায় এ কথা জানানো হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত রোববার গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়। একে অযৌক্তিক জানিয়ে বাম গণতান্ত্রিক জোট ৭ জুলাই রোববার সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে। এ কর্মসূচিকে গণফোরাম অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।

গণফোরাম গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পৃথক কর্মসূচিরও ঘোষণা দিয়েছে। ৬ জুলাই শনিবার থেকে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিতরণ এবং ৯ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রতিবাদ মিছিল করবে গণফোরাম। এ ছাড়া ৯ জুলাই জেলা পর্যায়েও একই কর্মসূচি পালন করবে তারা।

গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আরেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য আমসা আ আমীন, মহসিন রশীদ প্রমুখ।