সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ শিক্ষক নিয়োগ

দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ জন সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার। ৩৬তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নন-ক্যাডার পদে (দ্বিতীয় শ্রেণি) তাঁদের নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের মধ্যে ছয়জন ইংরেজির, ছয়জন ভৌত বিজ্ঞানের (পদার্থ ও রসায়ন), দুজন গণিতের, একজন ব্যবসায় শিক্ষার এবং একজন জীববিজ্ঞান বিষয়ের। তাঁদের দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৬৬২টি। এর মধ্যে পুরোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৩৪৮টি। বাকিগুলো গত কয়েক বছরে জাতীয়করণ হয়েছে (এসব বিদ্যালয়ের শিক্ষকদের বদলির সুযোগ নেই)। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এখন প্রায় দুই হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে গণিতে ১২৭টি, ইংরেজিতে ৩২৪টি ও ভৌতবিজ্ঞানে ২৯১টি পদ শূন্য। রাজধানীর বাইরের বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকট বেশি।