স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা বিচারিক হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম কালিম উল্যাহ (৩৭)। তিনি সুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আল-আমিন নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক। তাঁর গ্রামের বাড়ি পার্শ্ববর্তী সিরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে স্ত্রী নুর জাহান বৃহস্পতিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালিম উল্যাহ প্রায় ১২ বছর আগে নুর জাহানকে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই নানা অজুহাতে তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। এর মধ্যে কিছুদিন আগ থেকে যৌতুক দাবি করে তিনি নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।