ঝুলন্তপাড়ার জীবন

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের দক্ষিণে শেষ জনপদ শিবসা তীরের কালাবগী ঝুলন্তপাড়া। গ্রামটির পূর্বে ভদ্রা, পশ্চিমে শিবসা নদী, তার ওপারে সুন্দরবন। শিবসা নদীর চরের ওপরই গাদাগাদি করে গড়ে উঠেছে অনেক টংঘর। ঘরের সামনে একচিলতে পায়ে চলার পথ। ভূমিহীন এসব পরিবারের জীবিকা চলে নদী থেকে বাগদা ও গলদার রেণু সংগ্রহ করে এবং মাছ ধরে। বড় আকারের জোয়ার ও ঝড় হলে নির্ঘুম রাত কাটে ঝুলন্তপাড়ার মানুষের।
শিবসা নদীর তীরে কালাবগী ঝুলন্তপাড়া
শিবসা নদীর তীরে কালাবগী ঝুলন্তপাড়া
নদীর তীরে কালাবগী ঝুলন্তপাড়া গ্রাম
নদীর তীরে কালাবগী ঝুলন্তপাড়া গ্রাম
প্রায়ই জোয়ারের পানি উঠে যায় টংঘরের পাটাতনের ওপর
প্রায়ই জোয়ারের পানি উঠে যায় টংঘরের পাটাতনের ওপর
শিবসা নদীতে জোয়ারের পানি ফুঁসে উঠছে ঝোড়ো বাতাসে
শিবসা নদীতে জোয়ারের পানি ফুঁসে উঠছে ঝোড়ো বাতাসে
উত্তাল শিবসার তাণ্ডব
উত্তাল শিবসার তাণ্ডব
পানির তোড়ে অবশিষ্ট মাটির বাঁধ ভেঙে যাওয়ার জোগাড়
পানির তোড়ে অবশিষ্ট মাটির বাঁধ ভেঙে যাওয়ার জোগাড়
এরই মধ্যে জাল নিয়ে রেণু ধরার চেষ্টা এক মৎস্যজীবীর
এরই মধ্যে জাল নিয়ে রেণু ধরার চেষ্টা এক মৎস্যজীবীর