কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ, আটক ২

গাজীপুর
গাজীপুর

গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই সহদোরকে আটক করেছে পুলিশ। এঁরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী থানার রাজাপুর এলাকার সৈয়দ মাহনুর হাসান ওরফে জুয়েল (৩২) ও তাঁর ভাই সৈয়দ মাহবুব হোসেন (৪৮)।

আজ শনিবার বেলা ১১টার দিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসপি শামসুন্নাহার বলেন, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে প্রতারক চক্র যাতে টাকা হাতিয়ে নিতে না পারে এ জন্য জেলার পুলিশ লাইন্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় জানা যায়, এক প্রতারক তাঁর (পুলিশ সুপার) আত্মীয় পরিচয় দিয়ে ফোনের মাধ্যমে গাজীপুর জেলা থেকে ২-৩ জন প্রার্থীর নাম ও রোল নম্বর চায়।

এসপি শামসুন্নাহার বলেন, ফোনের সূত্র ধরে ঢাকার মালিবাগ থেকে সৈয়দ মাহনুর হাসানকে আটক করা হয়। জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুর থেকে তাঁর ভাই সৈয়দ মাহবুব হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে দেশের ১১টি জেলার ১৮জন প্রার্থীর পরীক্ষার প্রবেশপত্র, দুটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।