চার দফা দাবিতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের কর্মবিরতি

চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখাসহ চার দফা দাবিতে সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা কর্মবিরতি পালন করেছেন। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সংগঠনটির পক্ষ হতে চার দফা দাবি উত্থাপন করা হয়।

কর্মসূচিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস চালু, ইন্টার্ন ভাতা ৬ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় ও স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীতকরণ এবং সব নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা। সমাবেশ থেকে চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মবিরতি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। আয়োজক সংগঠনের সভাপতি অনিক দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিথি শিকদারের সঞ্চালনে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নায্য দাবি না মানা পর্যন্ত নানা ধরনের কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে বলে সমাবেশে জানানো হয়।