পার্বতীপুরের পৌর মেয়রকে গ্রেপ্তারে মানববন্ধন

পার্বতীপুর পৌরসভার মেয়রকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে পার্বতীপুর মহিলা জাগরণ সমিতি। পার্বতীপুর, দিনাজপুর, ৬ জুলাই। ছবি: প্রথম আলো
পার্বতীপুর পৌরসভার মেয়রকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে পার্বতীপুর মহিলা জাগরণ সমিতি। পার্বতীপুর, দিনাজপুর, ৬ জুলাই। ছবি: প্রথম আলো

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়কে ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হককে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলা হয়। এ ছাড়া পৌরসভার সব অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়েও তদন্তের দাবি জানানো হয়।

পার্বতীপুর মহিলা জাগরণ সমিতির উদ্যোগে ওই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুকসানা বারী রুকু, প্রভাষক সুলতানা নাসরিন আরা প্রমুখ।

প্রসঙ্গত, পার্বতীপুর শহরের পুরাতন বাজারের এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এর ভিত্তিতে ২ জুলাই পার্বতীপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলায় মেয়রসহ তিনজন ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে মেয়র মেনহাজুল পলাতক আছেন।