উচ্চশিক্ষা না নিলেও কর্মসংস্থানের সুযোগ থাকবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি।

অনেক শিক্ষার্থী একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়েই শিক্ষা বন্ধ করতে বাধ্য হন। অনেকে সিদ্ধান্ত নেন উচ্চশিক্ষা নেবেন না। এসব শিক্ষার্থীর জন্যও যেন কর্মসংস্থানের সুযোগ থাকে, শিক্ষাপদ্ধতিতে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুর জেলা সার্কিট হাউসে আজ শনিবার সকালে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে। যে শিক্ষার্থী উচ্চশিক্ষা নেবে না, তার জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা ভাষা, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে যেমন দক্ষতা অর্জন করবে, তেমনিভাবে মানবিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষাও শিখবে।

এরপর মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান খান প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন।