একটু সাবধান!

জনসংখ্যার অনুপাতে বিশ্বে সবচেয়ে বেশি শিশু পানিতে ডুবে মারা যায় বাংলাদেশে। ব্লুমবার্গ ফিলানথ্রপিস, জন হপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, দি সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বা সিআইপিআরবি এবং আইসিডিডিআরবি'র এক গবেষণা এমন তথ্য দিয়েছে। বর্ষাকালে নদীনালা, খালবিল, পুকুর ভরে যায়। বৃষ্টিতে ভিজে পুকুরে বা নদীতে গোসলের সময় খেলায় মাতে শিশু ও কিশোরেরা। তবে সেই খেলা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ঘটতে পারে দুর্ঘটনা।
বর্ষায় সিলেটের সুরমা নদী টইটম্বুর। নগরের কাজিরবাজার এলাকার শিশু-কিশোররা ঝুঁকিপূর্ণ খেলায় মেতেছে। এ ক্ষেত্রে সাবধানতা ও সচেতনতা জরুরি।
ভরা নদীতে বিপজ্জনক লাফ।
ভরা নদীতে বিপজ্জনক লাফ।
অনেকটা উঁচু থেকে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে ওরা। ঘটতে পারে দুর্ঘটনা।
অনেকটা উঁচু থেকে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে ওরা। ঘটতে পারে দুর্ঘটনা।
নদীর বেশ গভীরে লাফ দিচ্ছে ওরা।
নদীর বেশ গভীরে লাফ দিচ্ছে ওরা।
লাফ দেওয়ার আগে জিরিয়ে নিচ্ছে সে।
লাফ দেওয়ার আগে জিরিয়ে নিচ্ছে সে।
কেমন উল্টো হয়ে পানিতে ডুবেছে সে।
কেমন উল্টো হয়ে পানিতে ডুবেছে সে।
বিপজ্জনক লাফ।
বিপজ্জনক লাফ।
এভাবে খেলতে খেলতেই ঘটতে পারে দুর্ঘটনা।
এভাবে খেলতে খেলতেই ঘটতে পারে দুর্ঘটনা।
রশি বেয়ে অনেকটা ওপরে উঠে লাফ দিচ্ছে ওরা। পা ফসকে গেলে ঘটতে পারে বিপদ।
রশি বেয়ে অনেকটা ওপরে উঠে লাফ দিচ্ছে ওরা। পা ফসকে গেলে ঘটতে পারে বিপদ।