উদ্ধার হননি লঞ্চ থেকে পড়ে যাওয়া নারী

ঢাকা-বরিশালগামী একটি লঞ্চ থেকে গতকাল শনিবার রাতে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ যাত্রী হেনারা বেগমকে (৫০) আজ রোববার বিকেল পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাঁকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে চেষ্টা চালাচ্ছে।

হেনারা বেগম গতকাল রাতে বরিশালের মেহেন্দীগঞ্জ-সংলগ্ন গজারিয়া নদীতে পড়ে নিখোঁজ হন। তাঁর বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হা‌ফিজুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও আশপাশের বেশ কয়েকটি থানার পুলিশ যৌথভাবে ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ জানায়, শনিবার রাতে ব‌রিশাল থে‌কে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি সুন্দরবন-১০ নামের একটি লঞ্চে করে হেনারা বেগম তাঁর ছেলের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। রাত ১০টার দিকে লঞ্চটি বরিশালের মেহেন্দীগঞ্জের নলবুনিয়া এলাকা অতিক্রমকালে হেনারা বেগম বাথরুমে যাওয়ার জন্য পানি তুলতে গিয়ে পা ফসকে গজারিয়া নদী‌তে প‌ড়ে যান।