পাহাড়ে ঝুঁকিতে বসবাসরত ৩৪ পরিবার উচ্ছেদ

পাহাড়ধসের সতর্কবার্তা জারির পর আজ রোববার দুপুরে নগরের খুলশীর জালালাবাদ হাউজিং-সংলগ্ন মধুশাহ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৩৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান, ফোরকান এলাহী অনুপম, সাবরিনা আফরিন মুস্তাফা ও মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী এবং অতিভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে তৌহিদুল ইসলাম বলেন, নগরের ১৪ পাহাড়ে ৮৩৫টি ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মধুশাহ পাহাড় থেকে ৩৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়। বৃষ্টির কারণে যেকোনো মুহূর্তে পাহাড়ধসে বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আগে নোটিশ দিয়ে তাদের উচ্ছেদ করা হয়।