'গ্যাসের দাম বাড়ানো অর্থনীতির জন্য ইতিবাচক'

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

গ্যাসের দাম বাড়ানোর ফলে প্রত্যক্ষভাবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তবে সার্বিক বিবেচনায় অর্থনীতির জন্য এটি ইতিবাচক। জাতীয় সংসদে আজ রোববার এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

জাসদের শিরীন আখতারের সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পক্ষে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর ফলে প্রত্যক্ষভাবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তবে পরোক্ষভাবে আমরা লাভবান হব। কারণ আজকাল গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে যায় না। তারা চাকরি করতে চায়। তাদের চাকরির জন্য শিল্পকারখানা গড়া দরকার। সে জন্য বিদ্যুৎ ও গ্যাসের দরকার আছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে অর্থনীতিতে তার বহুমুখী প্রভাব আমাদের বিবেচনায় নিতে হবে। সার্বিক বিবেচনায় অর্থনীতির জন্য এটি ইতিবাচক।’

সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম জানতে চান, সংসদকে না জানিয়ে গ্যাসের দাম বাড়ানো আইনসম্মত কি না? জবাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। সংসদ সদস্য নোটিশ দিলে সঠিক উত্তর পাবেন।’

বিএনপির সাংসদ রুমিন ফারহানা জানতে চান, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে কেন?

জবাবে আবদুর রাজ্জাক বলেন, বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন বিদ্যুতের উৎপাদন ছিল ৩ হাজার ২০০ মেগাওয়াট। ৫ বছর ক্ষমতায় থাকা অবস্থায় তারা এক ওয়াট বিদ্যুৎও যোগ করতে পারেনি। এখন ১৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। শিল্পকারখানা সচল ও রপ্তানি আয় বাড়ানোর জন্য বিদ্যুতের প্রয়োজন আছে। সুতরাং রাজনীতি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করতে হবে।