ভাঙা বেইলি সেতুতে পারাপার

>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সঙ্গে জৈন্তাপুর উপজেলার সারী এলাকার সড়ক যোগাযোগের উপায় হলো বেইলি সেতু। এ সেতুতে ভারী যান চলাচল নিষিদ্ধ। তা সত্ত্বেও সিমেন্টবোঝাই ট্রাক সেতুতে ওঠে। হঠাৎ হুড়মুড় করে একাংশ ভেঙে পড়ে। সেতুতে থাকা ট্রাকটি গিয়ে পড়ে খাদে। রোববারে এ দুর্ঘটনা ঘটে। সোমবার বিকেল পর্যন্ত সেতু মেরামত করা হয়নি।

সেতুর একাংশ ভেঙে এভাবেই পড়ে গেছে ট্রাক।
সেতুর একাংশ ভেঙে এভাবেই পড়ে গেছে ট্রাক।
পানিতে পড়ে গেছে ট্রাক।
পানিতে পড়ে গেছে ট্রাক।
ভাঙা সেতুর রেলিং দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ।
ভাঙা সেতুর রেলিং দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, বেইলি সেতুটি ২০১৭ সালে পাহাড়ি ঢলে নড়বড়ে হয়ে পড়ে।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, বেইলি সেতুটি ২০১৭ সালে পাহাড়ি ঢলে নড়বড়ে হয়ে পড়ে।
সেতু মেরামত হয়নি। চলাচলের বিকল্প পথও নেই। তাই এভাবেই পারাপার চলছে মানুষের।
সেতু মেরামত হয়নি। চলাচলের বিকল্প পথও নেই। তাই এভাবেই পারাপার চলছে মানুষের।
পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল। ভারী ট্রাক ওঠার পর তাই এভাবেই ভেঙে যায় সেতুর একাংশ।
পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল। ভারী ট্রাক ওঠার পর তাই এভাবেই ভেঙে যায় সেতুর একাংশ।
সেতুর অবস্থা এখন এমনই।
সেতুর অবস্থা এখন এমনই।
এভাবে কষ্ট করে মানুষ সেতু পার হচ্ছে। তাই দ্রুত সংস্কার প্রয়োজন।
এভাবে কষ্ট করে মানুষ সেতু পার হচ্ছে। তাই দ্রুত সংস্কার প্রয়োজন।
কী ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে শিশুটি।
কী ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে শিশুটি।