'রিকশা চালাইতেও ঘুষ দেওন লাগে'

>

রাজধানীর মিরপুর ১৩ নম্বর সড়ক থেকে ১০ নম্বর গোলচত্বর পার হতে অনেক রিকশাচালককেই ঘুষ দিতে হয়। এই ঘুষ নেন ১০ নম্বর গোল চত্বরের শাহ আলী মার্কেটের পাশের গলির মুখে দায়িত্বরত আনসার সদস্যকে। ৫ থেকে ১০ টাকা দিলেই রিকশা ছেড়ে দেন তিনি। না দিলেই নানা বিপত্তির মুখে পড়তে হয় রিকশাচালকদের। সোমবার দুপুরের দিকে বেশ কয়েকবার এমন দৃশ্য দেখা গেল। নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাচালক বললেন, ‘কি দিন আইলোরে বাবা, রিকশা চালাইতেও ঘুষ দেওন লাগে!’

কোনো কথা না বলে হাত বাড়িয়ে দিলেই কাজ হয়ে যায়
কোনো কথা না বলে হাত বাড়িয়ে দিলেই কাজ হয়ে যায়
তাঁর চোখের ইশারা সবাই বোঝে
তাঁর চোখের ইশারা সবাই বোঝে
টাকা না দিতে চাইলে গলিতে যাও...
টাকা না দিতে চাইলে গলিতে যাও...
চালকেরা যেন হাসিমুখেই মেনে নিয়েছেন এই ‘ঘুষ দেওয়ার প্রথা’
চালকেরা যেন হাসিমুখেই মেনে নিয়েছেন এই ‘ঘুষ দেওয়ার প্রথা’
দায়িত্বরত আনসার সদস্যের কথার অবাধ্য হলেই নানা বিপত্তির মুখে পড়তে হয় রিকশাচালককে
দায়িত্বরত আনসার সদস্যের কথার অবাধ্য হলেই নানা বিপত্তির মুখে পড়তে হয় রিকশাচালককে
এভাবে ট্রাফিক শৃঙ্খলার দায়িত্ব পালন করেন তিনি!
এভাবে ট্রাফিক শৃঙ্খলার দায়িত্ব পালন করেন তিনি!
টাকা দিতেই হবে তাঁকে!
টাকা দিতেই হবে তাঁকে!