কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গা যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের যুগ্ম দায়রা জজ-২ আদালতের বিচারক মাহমুদুল হাসান আজ সোমবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রোহিঙ্গার নাম মো. রহমত উল্লাহ (২৫)। তাঁর বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি আবুল কাশেম প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে আছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ অক্টোবর নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে টেকনাফের জালিয়াপাড়া সংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় আসে মিয়ানমারের ইয়াবা চোরাচালান চক্র। এ সময় বিজিবি ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ রহমত উল্লাহকে গ্রেপ্তার করে। ওই দিন বিজিবির নায়েক সুবেদার মো. শামসুল আলম বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে মামলা করেন।