মানিকগঞ্জে র্যাবের অভিযান, ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

ইয়াবা বড়ি। ফাইল ছবি
ইয়াবা বড়ি। ফাইল ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় রোববার রাতে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় ওই দুজনের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সাভার ক্যাম্প থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


আটক ব্যক্তিরা হলেন সিঙ্গাইরের আজিমপুর এলাকার ফজর আলী (৩৭) ও পাশের জয়মন্টপ এলাকার আলমগীর হোসেন (৩১)।

র‌্যাব-৪-এর সাভার ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার উনু মংয়ের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। এ সময় সিঙ্গাইরের আজিমপুর এলাকা থেকে ফজর আলীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাঁর তথ্যের ভিত্তিতে রাতেই জয়মন্টপ এলাকা থেকে ২৩৬ পিস ইয়াবাসহ আলমগীরকে আটক করা হয়।

র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, তাঁরা বিভিন্ন স্থান থেকে ইয়াবা কিনে এলাকায় বিক্রি করেন। তাঁদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।