ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কৃষক আলউদ্দিনকে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমীন বিপ্লব এ রায় দেন।

সাজা পাওয়া আসামিরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেঙ্গুরিপাড়া গ্রামের কালাচান (৫৫), রুহুল আমিন (৫৭), নুরুল হক (৫৫), মঞ্জুরুল হক (৫২) ও নবী হোসেন (৫৫)।

আদালত পরিদর্শক শেখ কবিরুল ইসলাম বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০২ সালের নভেম্বর মাসে টেঙ্গুরিপাড়া গ্রামের একটি জমিতে ধান কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে কৃষক আলউদ্দিনকে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।