১৬ মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

বন্দুকযুদ্ধ। ছবিটি প্রতীকী
বন্দুকযুদ্ধ। ছবিটি প্রতীকী

রাজধানীর উত্তরখান এলাকার শহীদনগরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহীদনগরের প্রমি বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (২৮)। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকার দক্ষিণখান এলাকায় বাস করতেন। র‍্যাবের দাবি, আনোয়ার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে ১৬ থেকে ১৭টি মামলা রয়েছে।

র‍্যাব–১–এর সহকারী উপপরিদর্শক (এএসপি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে খবর আসে, শহীদনগরের প্রমি বালুর মাঠ এলাকায় একদল মাদক ব্যবসায়ী অবস্থান নিয়েছে। সেখানে তারা মাদক ব্যবসার টাকা ভাগাভাগি করছে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে দুইটার দিকে র‍্যাব-১–এর একটি টহল দল ঘটনাস্থলে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। গোলাগুলিতে র‍্যাবের কনস্টেবল জিকরুল আহত হন। একসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ওই যুবকের পরিচয় জানা যায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ থেকে ১৭টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।