দীঘিনালায় পাহাড় ধসে নিহত ১

পাহাড়ধস
পাহাড়ধস

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম উল্টাছড়ি গ্রামে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা শতাধিক পরিবারকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা প্রথম আলোকে জানান, আজ মঙ্গলবার বিকালে দুর্গম উল্লাছড়ি গ্রামে পাহাড় ধসে তিনটি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় পাহাড় ধসের মাটি চাপা পড়ে যোগেন্দ্র চাকমা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি উল্টাছড়ি গ্রামের শুভধন চাকমার ছেলে। পরে স্থানীয় লোকজন যোগেন্দ্র চাকমার লাশ উদ্ধার করে।

৪ নম্বর দীঘিনালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা প্রথম আলোকে জানান, বাবুছড়ামুখ এলাকায় মাইনী নদীতে লাকড়ি ধরার সময় শিবু চাকমা নামে এক স্কুলছাত্র ভেসে যায়। পরে স্থানীয় লোকজন কারবারি টিলা এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করে। সে উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকার শান্তি রঞ্জন চাকমার ছেলে ও উদাল বাগান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, কবাখালী ইউনিয়নের হেডম্যান ও আলী নগর এলাকার পাহাড় ধসের ঝুঁকিতে থাকা শতাধিক পরিবারকে প্রশাসন ও পুলিশের সহায়তায় কবাখালী আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।