হজ চিকিৎসক সহায়ক দল নিয়ে সংসদে প্রশ্ন, মন্ত্রীর বিবৃতি দাবি

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

হজ চিকিৎসক দলের সহায়তায় যথাযথ ব্যক্তিদের না পাঠিয়ে গাড়ি চালক, মালি, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের কেন পাঠানো হচ্ছে, জাতীয় সংসদে সে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান। তিনি এ বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর বিবৃতি দাবি করেন।

গাড়িচালক, মালি, জনসংযোগ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ১১৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী সৌদি আরবে যাচ্ছেন হজ চিকিৎসক দলকে সহায়তা দিতে। কিন্তু কয়েকজন ছাড়া এই চিকিৎসক-সহায়ক দলের বাকিদের কারও এ ধরনের কাজের অভিজ্ঞতা নেই।

মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এই ঘটনার সমালোচনা করেন পীর ফজলুর রহমান। তিনি বলেন, হাসপাতালে যারা কাজ করেন চিকিৎসকদের সহায়তায় তাঁদের পাঠানোর কথা। কিন্তু পাঠানো হচ্ছে মালি, গাড়ি চালক, জনসংযোগ কর্মকর্তা, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা। মাত্র দুজন আছেন স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত। ধর্ম প্রতিমন্ত্রীর বিবৃতি দাবি করে পীর ফজলুর রহমান বলেন, ‘এদের সৌদি আরব পাঠানোর কারণ কি? তাঁদের কী কারণে, কেন পাঠানো হচ্ছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই?’
পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এ বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে।