'সাহেব' শব্দে বিএনপির সাংসদ হারুনের আপত্তি

বিএনপির সাংসদ হারুনুর রশীদ। ফাইল ছবি
বিএনপির সাংসদ হারুনুর রশীদ। ফাইল ছবি

জাতীয় সংসদে বিএনপির সাংসদ হারুনুর রশীদকে ‘সাহেব’ বলে সম্বোধন করায় তিনি আপত্তি তুলেছেন।

গতকাল মঙ্গলবার এ বিষয়ে হারুনুর রশীদ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময়ে স্পিকারের আসনে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ সংসদের শৃঙ্খলা রক্ষার জন্য ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

হারুনুর রশীদ বলেন, ‘সংসদের কার্যপ্রণালি বিধির ৩০৭ ধারা অনুযায়ী সংসদে কারও বিরুদ্ধে অমর্যাদাকর বা সম্মানহানিকর বক্তব্য দেওয়া যাবে না। দেওয়া হলে সেটা এক্সপাঞ্জ হবে। আমি একজন সাংসদকে “ভাই” বলে সম্বোধন করায় স্পিকার বলেছেন “ভাই” বলা যাবে না। “মাননীয় সংসদ সদস্য” বলতে হবে। সেটা এক্সপাঞ্জ হয়েছে। কিন্তু লক্ষ করেছি, কোনো কোনো সদস্য আমাকে “মাননীয় সংসদ সদস্য” না বলে “হারুন সাহেব” বলে থাকেন।’

ডেপুটি স্পিকারের উদ্দেশে হারুনুর রশীদ বলেন, ‘আপনি দয়া করে এই শব্দ এক্সপাঞ্জ করবেন।’

এ সময় হারুনুর রশীদ বলেন, ‘এই সংসদে অনেক সময় অন্যদের সম্মানহানি করে বক্তব্য দেওয়া হয়। যেমন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানকে “খুনি” বলা হয়। অথচ তিনি খুনি নন। খালেদা জিয়াকে “অর্থ আত্মসাৎকারী” আর তারেক রহমানকে “খুনি” বলে অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া হচ্ছে। আপনি এসব শব্দ এক্সপাঞ্জ করবেন।’

এ সময় সরকারি দলের সদস্যরা হট্টগোল শুরু করলে ডেপুটি স্পিকার হারুনুর রশীদের মাইক থামিয়ে দিয়ে বলেন, ‘আপনি একটু আগে শৃঙ্খলা রক্ষার কথা বলেছেন। এখন আপনি নিজের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’