শাহজালাল বিমানবন্দরে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

ইয়াবা বড়ি। ফাইল ছবি
ইয়াবা বড়ি। ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ইয়াবা পাচারের অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। তাঁরা হলেন সাজ্জাত হোসেন (২৮) ও নাজমীন আক্তার (২৪)।

আজ বুধবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে এঁদের গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সাজ্জাত ও নাজমীন। এ সময় তাঁদের অনুসরণ করেন এপিবিএনের সদস্যরা। একপর্যায়ে কথা বললে এরা এপিবিএন সদস্যদের বিভ্রান্তিকর তথ্য দেন। পরবর্তী সময়ে দুজনকে এপিবিএন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তল্লাশি করে সাজ্জাতের কাছ থেকে ২ হাজার এবং নাজমীনের কাছ থেকে ১ হাজার ৮২০টি ইয়াবা পাওয়া যায়। 

সাজ্জাতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার শিংপাড়া এবং নাজমীনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার লম্বাবিল গ্রামে। দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।