হাওরে ভরসা নৌকাই

বৃষ্টির দিন গ্রামবাংলা, বিশেষ করে হাওর অঞ্চলে যাতায়াত চলে নৌকাতেই। ঝড় হোক বা বৃষ্টি, ছাতা মাথায় উঠে পড়তে হয় নৌকায়। হাওর পাড়ি দিতে ভরসা শুধু নৌকাই।
১ / ৮
বৃষ্টিতে ছাতা মাথায় শিশু।
বৃষ্টিতে ছাতা মাথায় শিশু।
২ / ৮
ভরা বর্ষায় হাওরে ভাসছে নৌকা।
ভরা বর্ষায় হাওরে ভাসছে নৌকা।
৩ / ৮
বৃষ্টি চলছে বলে তো আর যাতায়াত থামানো যায় না।
বৃষ্টি চলছে বলে তো আর যাতায়াত থামানো যায় না।
৪ / ৮
হাওরপাড়ে খেলায় মেতেছে দুই শিশু।
হাওরপাড়ে খেলায় মেতেছে দুই শিশু।
৫ / ৮
ঝুম বৃষ্টিতে চলছে মালবাহী নৌকা।
ঝুম বৃষ্টিতে চলছে মালবাহী নৌকা।
৬ / ৮
বৃষ্টিতে হাওরে ভরা পানি।
বৃষ্টিতে হাওরে ভরা পানি।
৭ / ৮
ঘাটে নৌকায় বাড়ি ফেরার অপেক্ষায় স্কুলশিক্ষার্থী।
ঘাটে নৌকায় বাড়ি ফেরার অপেক্ষায় স্কুলশিক্ষার্থী।
৮ / ৮
ভরা বর্ষায় নৌচলাচল।
ভরা বর্ষায় নৌচলাচল।