নিখোঁজের তিন দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুর নগরের বাবুপাড়া এলাকায় নিখোঁজের তিন দিনের মাথায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

ওই গৃহবধূর নাম রেশমা বেগম (২৬)। তাঁর বাবার বাড়ি দিনাজপুরে। তাঁর স্বামীর নাম আবদুল খালেক। তিনি রংপুর নগরের বাবুপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রেশমার গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। এ ছাড়া তাঁর চোখে ও গলায় আঘাতের চিহ্ন আছে।

সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারুনর রশিদ বলেন, মৃত রেশমার দুই সন্তান আছে।

পুলিশ জানায়, গত সোমবার থেকে রেশমা নিখোঁজ থাকায় তাঁর স্বামী ঘটনার দিন রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার করা হবে বলে জানান তিনি।