ডিসি সম্মেলন রোববার থেকে, থাকছেন প্রধান বিচারপতি, স্পিকার, ৩ বাহিনীর প্রধান

আগামী রোববার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে নতুনত্ব হলো মন্ত্রণালয়ভিত্তিক আলোচনার পাশাপাশি প্রধান বিচারপতি, স্পিকার ( ওই সময় স্পিকার বিদেশ থাকায় ডেপুটি স্পিকার দায়িত্বে থাকবেন) ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও আলোচনা হবে ডিসিদের।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ডিসি সম্মেলনের কর্মসূচির তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন। পাঁচ দিনে মোট ২৯টি অধিবেশন হবে। এর মধ্যে ২৪টি কার্য অধিবেশন হবে। এবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে মোট ৩৩৩টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এর মধ্যে স্থানীয় সরকার বিষয়ে সবচেয়ে বেশি ২৯টি প্রস্তাব এসেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্মেলনে প্রধান প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার করা, শিক্ষার মানোন্নয়ন ইত্যাদি।

ডিসিরা মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। এ জন্য এই সম্মেলন ও তাদের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।