শেষ হলো বাজেট অধিবেশন

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। এই অধিবেশনে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। ৩০ জুন তা পাস হয়।

বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে বাজেট অধিবেশনের সমাপ্তি টানেন।

গত ১১ জুন এই অধিবেশন শুরু হয়। বাজেট উপস্থাপন করতে গিয়ে অর্থমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরে তা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি, বিরোধী দলসহ অন্যান্য দলের ২৬৯ জন সাংসদের ৫৫ ঘণ্টা ৩৬ মিনিটের আলোচনা শেষে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস হয়।

সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করতে গিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সংসদকে কটাক্ষ, কটূক্তি করা, অবমাননাকর বক্তব্য দেওয়া প্রত্যাশিত নয়। বিষয়টি গণতন্ত্রের ভিতকে দুর্বল করে, অসাংবিধানিক শক্তিকে উৎসাহিত করে। অতীতে আমরা দেখেছি সামরিক আইন জারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করতে। সংসদকে অমর্যাদা করা দেশ জাতির জন্য কল্যাণ বয়ে আনে না।’

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনের ২১ কার্যদিবসে ৭টি বিল পাস হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য প্রশ্ন জমা পড়ে ৯৩টি, যার মধ্যে সংসদ নেতা জবাব দেন ৪১টির। এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ২ হাজার ২৭৪টি প্রশ্ন জমা পড়ে। মন্ত্রীরা উত্তর দেন ১ হাজার ৬৫৮টির।