পাহাড়ি ঢলে দুই রোহিঙ্গা সহোদরের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি ঢলে আনোয়ার সাদেক (৭) ও আনোয়ার ফয়সাল (৬) নামের দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। শিশু দুটি হাকিমপাড়া শিবিরের ১৬ ব্লকের আবদুস সালামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা বলেন, রাত নয়টার দিকে পুলিশ পাহাড়ি ঢলে ভাসমান অবস্থায় সাদেক ও ফয়সালের লাশ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার সকালে হাকিমপাড়া খেলার মাঠে খেলতে যায় ওই দুই সহোদর। সারা দিন ঘরে না ফেরায় পরিবার ও প্রতিবেশীরা তাদের খুঁজতে বের হয়। একপর্যায়ে রাতে ওই এলাকার পাহাড়ি ঢলে দুই শিশুকে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্বজনেরা।

হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা কবির আহমদ বলেন, রাতে পুলিশের সহযোগিতায় পাহাড়ি ঢল থেকে দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কয়েক দিনের ভারী বর্ষণে শিবিরের বিভিন্ন এলাকা ডুবে গেছে।