সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. জাহাঙ্গীর আলম (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলা সদরের মো. নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, কালিয়াইশের শীলপাড়া এলাকায় মিন্টু কান্তি দাশের মুরগির খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন জাহাঙ্গীর আলম। টানা বৃষ্টি ও সাঙ্গু নদীর উপচে পড়া পানিতে খামারের আঙিনাসহ আশপাশ ডুবে যায়। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে জাহাঙ্গীর আলম খামারের মুরগি দেখাশোনা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কালিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ শ্রমিক লীগের নেতা হাফেজ আহমদ প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার বন্যার পানিতে লেগে খামারের আশপাশ বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসতর্কতার কারণে খামারে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে। রাতেই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।