জুলাইয়ে চট্টগ্রাম ও খুলনায় বিএনপির সমাবেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

জুলাই মাসে তিন দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ করা হবে। ১৮ জুলাই বরিশালে, ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে দেশের বাকি বিভাগেও সমাবেশ করার আশা জানান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সম্প্রতি বন্যার জন্য দলের স্থায়ী কমিটির বৈঠকে গভীর উদ্বেগ জানানো হয়েছে। বৈঠকে দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দলের সব নেতা-কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির মহাসচিব রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে বর্তমান সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এই ইস্যু বর্তমানে দেশের অর্থনীতি ও স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করেছে।