রাবার ড্যামে ফুটো, পানি ঢুকে উজানের এলাকা প্লাবিত

পঞ্চগড়ের তালমা রাবার ড্যাম ফুটো হয়ে পানি ঢুকেছে। এতে উজান এলাকা প্লাবিত হয়েছে। গতকাল বিকেলে ড্যাম এলাকায়।  প্রথম আলো
পঞ্চগড়ের তালমা রাবার ড্যাম ফুটো হয়ে পানি ঢুকেছে। এতে উজান এলাকা প্লাবিত হয়েছে। গতকাল বিকেলে ড্যাম এলাকায়। প্রথম আলো

কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে পঞ্চগড়ের তালমা নদীর পানি বেড়েছে। গত শুক্রবার এ রাবার ড্যামে থাকা ছিদ্র দিয়ে পানি ভেতরে ঢুকেছে। এতে বাঁধের রাবার অস্বাভাবিকভাবে প্রায় ১৪ ফুট পর্যন্ত ফুলে গেছে। এতে বাঁধের উজানে থাকা এলাকা প্লাবিত হতে শুরু করেছে।

সদর উপজেলার তালমা এলাকার লোকজন জানান, গত বোরো মৌসুমের শুরুর দিকে তালমা নদীর ওপর নির্মিত বাঁধের রাবারের ব্যাগটি ৩ মিটার ফুটো হয়ে অকেজো হয়ে পড়ে। গত কয়েক দিনে তালমার পানি বৃদ্ধি পায়। এ পানি বাঁধের ফুটো দিয়ে ঢুকে রাবারটি প্রায় ১৪ ফুট পর্যন্ত ফুলে গেছে। এতে উজানে থাকা এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। চাষিদের বিভিন্ন ফসলের খেতসহ চা–বাগানে ঢুকেছে পানি। বাঁধের উত্তর পাশের হিমালয় বিনোদন পার্ক পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। এ অবস্থা থাকলে উজানের ১০টি গ্রামের দুই হাজারের বেশি মানুষ পানিবন্দী হবেন।

এলজিইডির পঞ্চগড় কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৬-০৭ অর্থবছরে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে বাঁধটি তৈরি করা হয়। ২০১৮ সালের ডিসেম্বরে বোরো মৌসুমের শুরুতে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে বাঁধের রাবার কয়েক ফুট কেটে ফেলে। এরপর রাবারের আরও কয়েক স্থানে ছিদ্র হয়ে যায়। শুক্রবার এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পানি না কমা পর্যন্ত তাঁরা এতে হাত দিতে অপারগতা জানান।

তালমা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কোষাধ্যক্ষ মো. আল আমিন বলেন, ‘আমার ৮ বিঘা জমির নতুন চা–বাগানে পানি ঢুকেছে। এই বাগান আর ফিরে পাব বলে মনে হয় না। পানি না কমানো গেলে এলাকার ২০০ একর জমির চা–বাগান নষ্ট হয়ে যাবে। ঘরবাড়িতেও পানি উঠবে।’