সৈয়দপুরে বখাটের ভয়ে ছাত্রীর কলেজ যাওয়া বন্ধ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বখাটের উত্ত্যক্তের ভয়ে এক ছাত্রীর কলেজে যাওয়া বন্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রোববার ওই ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দপুরের একটি কলেজে প্রথম বর্ষের পড়ে ওই ছাত্রী। বিধান নামের এক ছেলে ওই ছাত্রীকে অপহরণ ও যৌন হয়রানির হুমকি দিয়ে আসছিল। বিধানের ভয়ে ওই ছাত্রী বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেয়। এরপর বিধান বাড়িতে এসে হুমকি দিতে থাকেন। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিস হলেও বিধান সেটা তোয়াক্কা করেনি। মেয়েটির বাবা সৈয়দপুরে ব্যবসা করায় বাড়িতে কোনো পুরুষ থাকেন না। এ জন্য নিরুপায় হয়ে মেয়েটির বাবা তাকে এক আত্মীয়ের বাড়িতে পাঠান। সেখানেও বিধান গিয়ে মেয়েটির নামে নানা বদনাম ছড়ায় ও হুমকি দিয়ে আসে।

মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘বকাটের ভয়ে আমরা আতঙ্কিত হয়ে আছি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া বলেন, ছেলেটিকে সতর্ক করা হয়েছে। এরপর বাড়াবাড়ি করলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান পাশার বলেন, ‘অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে বিধানের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটা বন্ধ পাওয়া যায়।