রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত

রাতভর টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের ওপর শিকড়সহ গাছ উপড়ে পড়ে সিলেটের সঙ্গে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। আজ সোমবার সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কালনি ট্রেন আটকা পড়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টির পর গতকাল রোববার রাতের ভারী বৃষ্টিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে রেলপথের ওপর। আজ সকাল সাড়ে আটটা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ভোররাত ৪টা ৫০ মিনিটে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেন শমশেরনগর স্টেশন ছেড়ে যায়। পাহাড়ি এলাকায় গাছ পড়ায় কালনি এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা ভানুগাছ স্টেশনে আটকে পড়ে।

শ্রীমঙ্গল রেলওয়ের গণপূর্ত বিভাগের (পথ) ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রেলকর্মীরা পড়ে থাকা গাছটি কেটে সরানোর পর সকাল ৯টা ৪০ মিনিটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।