চট্টগ্রামে হাতির আক্রমণে একজন নিহত

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আখতার হোসেন চৌধুরী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দুইটার দিকে উপজেলার বৈরাগ গ্রামের নেওয়াজ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত দুইটার দিকে দুটি হাতি উপজেলার বৈরাগ গ্রামে ঢুকে। ওই সময় স্থানীয়রা মাইকে ঘোষণা দেন আর পাহারা দেন। ওই সময় দুটি হাতি পাহারায় থাকা লোকজনকে ধাওয়া দিলে আখতার হোসেনসহ তিনজন পা পিছলে পড়ে যান। ওই সময় হাতি আখতারকে পা দিয়ে চেপে ধরে গুঁতো দেয়। এতে নাড়িভুঁড়ি বের হয়ে যায় আখতারের। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।

বৈরাগ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মুছা তালুকদার বলেন, হাতির পায়ের চাপ ও গুঁতোয় আখতারের মৃত্যু হয়েছে। তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ায় তাঁকে বাঁচানো যায়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

এর আগে গত ২৬ জুন রাত আটটার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মোমেনা খাতুন (৬৫) নামে একজন হাতির আক্রমণে প্রাণ হারান।