বিজেএমসির সাবেক জিএমের বিরুদ্ধে অভিযোগপত্র

খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলের উপব্যবস্থাপক থাকার সময় দুর্নীতির অভিযোগে করা মামলায় বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সাবেক মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ সোমবার কমিশনের প্রধান কার্যালয় থেকে এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র দেবেন মামলার তদন্ত কর্মকর্তা।

এজাহারে আরও আসামি করা হয়েছে প্লাটিনাম জুবিলী জুট মিলসের দুই ব্যবস্থাপক মো. লিয়াকত হোসেন ও শঙ্কর চন্দ্র ভূঁইয়াকে।

মামলার তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে প্লাটিনাম জুবিলী জুট মিলের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাৎ করেন। তাঁরা প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মিলের বাতিল হওয়া রোলের ওজন ইচ্ছাকৃতভাবে প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখিয়েছেন। এর মাধ্যমে সরকার অনুমোদিত ঘাটতির চেয়ে বেশি ঘাটতি দেখিয়ে ওই অর্থ আত্মসাৎ করেন।
এই ঘটনায় ২০১৬ সালের ৯ ডিসেম্বর খুলনার খালিশপুর থানায় মামলা করে দুদক। পরে ২০১৭ সালের ২ এপ্রিল জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।