উত্ত্যক্তে সময় ম্যাজিস্ট্রেটের হাতে ধরা খেলেন তিনি

নোয়াখালী সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার রামভল্লবপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জাবেদ হোসেন (২১)। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া তাঁকে এই দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, বখাটে জাবেদ রামভল্লবপুর এলাকার এক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন। এ সময় তিনি তাঁকে হাতেনাতে আটক করেন। পরে ওই স্থানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মোহাম্মদ জাকারিয়া জানান, জাবেদকে সুধারাম থানা-পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।