মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন

মিজানুর রহমান ও খন্দকার এনামুল বাসির
মিজানুর রহমান ও খন্দকার এনামুল বাসির

পুলিশের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদকের সাময়িক বরখাস্ত পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলার অনুমোদন দেয়। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানায়।

দুদক সূত্র প্রথম আলোকে আরও জানিয়েছে, মিজান ও বাছিরের বিরুদ্ধে দ্রুতই মামলা দায়ের করা হবে।

মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য বাছিরকে ঘুষ দিয়েছেন দাবি করে সম্প্রতি অডিও প্রকাশ করেন মিজান।

মিজানের সরবরাহ করা অডিও রেকর্ডের সূত্র ধরে বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার সংবাদ প্রকাশ করে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজ।

ঘুষ কেলেঙ্কারির এই ঘটনা অনুসন্ধান করে দুদক। এই অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিল সংস্থাটি।

দুদকের একাধিক সূত্র বলছে, বাছির ঘুষ নিয়েছেন—এটা অডিও রেকর্ডে প্রমাণ আছে। আর মিজান নিজেই ঘুষ দেওয়ার কথা প্রকাশ্যে বলেছেন।