দালাল ধরতে ডিসিদের সাহায্য চাইলেন মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দালালদের ধরার জন্য জেলা প্রশাসকদের সাহায্য চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত আলোচনা শেষে ইমরান আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘আমি কোনো নির্দেশনা দিইনি। সাহায্য চেয়েছি। তাঁরা যেন দালালদের ধরেন। দালালরা গরিব মানুষদের লুটেপুটে দেড় লাখ থেকে ৭ লাখ টাকা নেয়। এভাবে টাকা দেওয়ায় প্রবাসী কর্মীরা টাকা ওঠাতে অবৈধভাবে বিদেশে থেকে যান। এটা দেশের জন্যও খারাপ। তাই গরিব মানুষেরা যেন নিরাপদে বিদেশে যেতে পারেন সে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

মন্ত্রী জানান, বিদেশগামীদের নিবন্ধনের ব্যবস্থা করার কাজে তারা হাত দিয়েছেন।

অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধের ওপরে গুরুত্বারোপ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, যারা এভাবে অবৈধভাবে নিয়ে যাবে তাদের ধরতে পারলে ছাড়া হবে না।