রেজিস্টার্ড পশু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গাভিকে অ্যান্টিবায়োটিক নয়

রেজিস্টার্ড পশু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গাভিকে অ্যান্টিবায়োটিক না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় পাস্তুরিত দুধ, তরল খোলা দুধে সিসার উপস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) ২৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।

জনস্বার্থে দুধের মান পরীক্ষা ও গবেষণার জন্য তহবিল গঠনে দুধ কোম্পানিগুলোকে কেন নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়ে জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে পরবর্তী আদেশের জন্য ২৮ জুলাই দিন রেখেছেন আদালত। আজ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী ফরিদুল ইসলাম পাস্তুরিত দুধ, তরল খোলা দুধ ও পশুখাদ্যের পরীক্ষা প্রতিবেদন তুলে ধরেন।

বিএসটিআইয়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সরকার এম আর হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।