বেসরকারি খাতের সঙ্গে সম্পর্কে জোর দিতে হবে: সালমান

সচিবালয়ে ডিসিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: প্রথম আলো
সচিবালয়ে ডিসিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: প্রথম আলো

বেসরকারি খাতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, জেলা প্রশাসকদের অনুরোধ করেছি, বেসরকারি খাতের সঙ্গে যেন তাদের ইন্টারঅ্যাকশন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে ডেলটা প্ল্যানসহ লক্ষ্যমাত্রা দিয়েছেন। এগুলো বাস্তবায়নের জন্য মূল শক্তি হল বেসরকারি খাত।

ডিসিদের অভিনন্দন জানিয়ে সালমান এফ রহমান বলেন, আগে পাকিস্তান আমলে মানসিকতা ছিল তারা শাসক। এখন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। সবাই মনে করেন এখন সেবা দেওয়া দরকার।