৮ বছরের শিশুকে হত্যার কথা স্বীকার সৎমায়ের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলায় আট বছরের শিশুসন্তানকে নাগর নদের পানিতে ফেলে হত্যার বিষয়ে আদালতে স্বীকার করেছেন সৎমা। সোমবার বিকেলে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই মা।

নিহত শিশুর নাম আশিক (৮)। অভিযুক্ত সৎমায়ের নাম জেমি বেগম। আশিকের বাবার নাম আবদুল মোমিন প্রামাণিক। তারা উপজেলার পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লার বাসিন্দা।

স্বীকারোক্তির পর জেমি বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, সৎমা জেমি বেগম ১৩ জুলাই শনিবার সকালে শিশু আশিককে নাশতা খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। কয়েক ঘণ্টা পর সৎমা একা বাড়ি ফেরেন। পরে আশিকের বাবা শিশু নিখোঁজের খবর মাইকিং করেন। এরপর দুপুরে নাগর নদ থেকে আশিকের লাশ উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। এ ঘটনায় আশিকের নিজ মা নুর আকতার বাদী হয়ে জেমিকে আসামি করে রোববার বিকেলে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই সৎমা জেমিকে গ্রেপ্তার করে। আশিকের নিজ মায়ের সঙ্গে তার বাবার চার বছর আগে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে আশিক দাদা-দাদির সঙ্গে থাকত।