বন্যা দেখতে গিয়ে নৌকাডুবি, ৩ জনের প্রাণহানি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। আর নিখোঁজ রয়েছে অপর দুই শিশু। মঙ্গলবার উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন রুনা বেগম (২৮), রুপা মনি (৮) ও হাসিবুল ইসলাম (৭)। নিখোঁজ দুই শিশু হলো সুমন (৮) ও রুকুমনি (৮)। রুনা স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলামের স্ত্রী। এ ছাড়া রুপা মনি মহসিন আলীর মেয়ে এবং হাসিবুল আয়নাল হকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিঙি নৌকা নিয়ে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে প্রবল স্রোতের মুখে পড়ে নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মনজিল হক বলেন, নৌকাডুবির ঘটনায় একই এলাকার তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।

এ দিকে কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান সরদার বলেন, রুপা মনি ও হাসিবুল ইসলাম নামে দুই শিশুকে দুপুরে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে যায়।