আনু মুহাম্মদকে 'গুম' করার হুমকি

আনু মুহাম্মদ। ফাইল ছবি।
আনু মুহাম্মদ। ফাইল ছবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদকে ‘গুম’ করার হুমকি দেওয়া অভিযোগ উঠেছে। কলকাতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয় দিয়ে এ হুমকি দেওয়া হয় বলে নিজের ফেসবুক পাতায় এই অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

যোগাযোগ করা হলে আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আজ মঙ্গলবার সকালে একটি ভারতীয় নম্বর থেকে আমার মোবাইলে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে সুব্রত বাইন পরিচয় দিয়ে তাঁর ছোট ভাইদের চিকিৎসার জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে গুম করা হবে বলে হুমকি দেন। সুব্রত বাইন বলেছেন, কলকাতায় অবস্থান করা ছোট ভাইদের চিকিৎসার জন্য ১৪ লাখ টাকা প্রয়োজন। ১০ লাখ টাকা জোগাড় হয়েছে। বাকি ৪ লাখ টাকা আমাকে (আনু মুহাম্মদ) দিতে হবে।’

আনু মুহাম্মদ আরও বলেন, ‘সুব্রত বাইন বলেছেন, টাকা না দিলে পরিবারের সদস্যদেরসহ আমাকে গুম করে ফেলা হবে। এ ‍বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।’

এর আগে গত ৭ মে একই পরিচয়ে একই নম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আনোয়ার সাঈদকে হুমকি দেওয়া হয়। একই নম্বর থেকে ২০১৬ সালের ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ১১ অক্টোবর একই বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান খান ও প্রভাষক শামসুন নাহারকে হুমকি দেওয়া হয়।