বজ্রপাতে দুই জেলায় নিহত ৩

বজ্রপাতে দেশের দুই জেলায় তিন কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ঝিনাইদহ ও মাগুরায় এ ঘটনা ঘটে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝিনাইদহ: আজ দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের মাঠে বজ্রপাতে নিজাম উদ্দীন (৫৫) ও খাইরুল ইসলাম (৩৫) নামের দুই কৃষিশ্রমিক নিহত হন। তাঁরা পাবনার চাটমোহর উপজেলার খৈরাজ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পাবনা থেকে এসে ওই দুজন আনন্দনগর গ্রামে চুক্তিতে কৃষিকাজ করছিলেন। আজ দুপরে তাঁরা যখন মাঠে কাজ করছিলেন, তখন হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তাদের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

মাগুরা: শ্রীপুর উপজেলার বাখেরা মোকর্দমখোলা গ্রামে আজ বিকেলে আবদুল গফুর লস্কার (৬৫) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হন। পুলিশ ও এলাকাবাসী জানান, বিকেল সাড়ে চারটার দিকে গফুর ছেলে ফারুককে নিয়ে বাড়ির পাশে ধানের চারায় সার দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে গফুর ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ছেলে ফারুক গ্রামের অন্যান্যদের নিয়ে বাবার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।