কচুরিপানায় নৌচলাচল বন্ধ

জগন্নাথপুরের নলজুর নদীতে কচুরিপানা স্তূপ। গতকাল নলজুর নদীর উপজেলা পরিষদের সামনে।  ছবি: প্রথম আলো
জগন্নাথপুরের নলজুর নদীতে কচুরিপানা স্তূপ। গতকাল নলজুর নদীর উপজেলা পরিষদের সামনে। ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীতে আকস্মিক বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা স্তূপের কারণে বন্ধ হয়ে গেছে নৌচলাচল। দুই কিলোমিটার অংশজুড়ে তীব্র কচুরিপানার কারণে এক সপ্তাহ ধরে নৌচলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী সূত্র জানায়, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নদ–নদীগুলোর পানি বৃদ্ধি পায়। হঠাৎ করে গত মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে পানির স্রোতে ভেসে আসে কচুরিপানার স্তূপ। উপজেলা পরিষদের সামনের নৌঘাট থেকে নলজুর নদীতে দুই কিলোমিটার অংশজুড়ে কচুরিপানার স্তূপ জমায় নৌচলাচল বিঘ্নিত হচ্ছে।

জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ জানান, উপজেলা সদরে পৌরসভার নৌকাঘাট কচুরিপানার স্তূপের কারণে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এ নৌঘাটে প্রতিদিন ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চল থেকে নৌকাযোগে মানুষ যাতায়াত করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ উপজেলা সদর নৌকাঘাট থেকে যাতায়াত করেন। কচুরিপানার স্তূপের কারণে তাদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে।

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, কচুরিপানার স্তূপের কারণে নৌচলাচল বন্ধ হওয়ায় ব্যবসায়ীদের মালামাল পরিবহন বিঘ্নিত হচ্ছে। বর্ষা মৌসুমে জগন্নাথপুর বাজারের মালামাল নৌকাযোগে আনা–নেওয়া করা হয়। এ ছাড়া ধান, চাল, বালু, পাথরের অসংখ্য নৌকা ঘাটে ভিড়তে না পেরে আটকে আছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, ‘কচুরিপানার স্তূপে নৌচলাচল বিঘ্নিত হচ্ছে। এসব পরিষ্কার করতে আমাদের কোনো বাজেট না থাকায় পৌরসভাকে উদ্যাগ নিতে হবে। পৌরসভাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলব।’

জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন বলেন, কচুরিপানার স্তূপের কারণে পৌরসভার নৌকাঘাট বন্ধ থাকার বিষয়টি ঘাটের ইজারাদারও তাঁদের জানিয়েছেন। জনস্বার্থে নৌচলাচলের সুবিধার্থে পদক্ষেপ নেওয়া হবে।