হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা

হালদা নদী দূষণের দায়ে আজ বুধবার হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর আগে ২০১২ সালে প্রতিষ্ঠানটিকে একই অপরাধে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। সেবার মন্ত্রণালয়ে আপিল করে জরিমানা মাফ পেয়ে যায় তারা।

সরকারি এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮ জুলাই নতুন করে হালদা নদী দূষণের অভিযোগ ওঠে। বিদ্যুৎকেন্দ্রটি সেদিন বৃষ্টির মধ্যে পাশের মরাছড়া খালে পোড়া তেল ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে। সরেজমিনে এ দূষণের প্রমাণ পাওয়ার পর আজ অধিদপ্তরে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

জানতে চাইলে আজাদুর রহমান মল্লিক প্রথম আলোকে বলেন, হালদা নদী দূষণের কারণে বিদ্যুৎকেন্দ্রটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) এবং অয়েল ওয়াটার সেপারেটর না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক শফি উদ্দিন আহমদকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।