বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ড. কামালের আহ্বান

প্রবীণ আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন। ফাইল ছবি
প্রবীণ আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন। ফাইল ছবি

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বন্যার্ত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় মতিঝিলে তাঁর চেম্বারে এক জরুরি সভায় তিনি এ কথা বলেন।

সভায় ড. কামাল হোসেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জানমালের ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করেন। এ ছাড়া সভায় বন্যাদুর্গত মানুষের প্রতি সরকারের অবহেলা, উদাসীনতা এবং সুষ্ঠু ত্রাণ বিতরণে বিলম্ব ও অনিয়মের অভিযোগ করা হয়। গণফোরাম ত্রাণ নিয়ে রংপুরে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছে বলে সভায় জানানো হয়।

সভায় গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সভাপতি পরিষদ সদস্য আমসা আ আমিন, মহসিন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।